![]()
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (এফএসসিডি)।
শুক্রবার (২৩জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক বিভাগের সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের স্কাউট গ্রুপের ৫০জন নবীন রোভার অংশগ্রহণ করেন।
ড. মো জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো আবদুল আলীম, অতিরিক্ত রেজিস্ট্রার (সংস্থাপন) ড. মো. নাজমুল হক। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ সদরের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন ও বাকৃবি স্টেশন অফিসার মো. হাবিজুর রহমানসহ সেখানকার কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ পর্বে ময়মনসিংহ সদরের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে দুর্যোগ মোকাবিলা ও জীবন রক্ষাকারী বিভিন্ন কৌশল শেখান। কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনার পাঁচটি প্রধান ধাপ- প্রতিরোধ, প্রশমন, প্রস্তুতি, সাড়াদান ও পুনরুদ্ধার সম্পর্কে বিস্তারিত জানান। পাশাপাশি আগুন লাগার কারণ ও প্রাথমিক প্রতিবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক বিশেষ মহড়াও অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. রুহুল আমিন বলেন, ‘যেকোনো দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে। অনেক শিক্ষিত হওয়া সত্ত্বেও অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের মতো জরুরি কৌশলগুলো জানি থাকে না। বাংলাদেশে প্রচুর জনশক্তি থাকলেও দক্ষ জনশক্তির যথেষ্ট ঘাটতি রয়েছে। আর এই ধরনের প্রশিক্ষণগুলো তোমাদের দক্ষ হয়ে উঠতে বিশেষভাবে সাহায্য করবে।’



মন্তব্য