শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
 

কাউখালী সরকারি কে জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৬

---

কাউখালী (পিরোজপুর) পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। একুশে জানুয়ারি বুধবার সকালে শুরু হয়ে  বৃহস্পতিবার (২২ জানুয়ারি)  বিকাল পর্যন্ত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  অনুষ্ঠানে সরকারি কেজি ইউনিয়ন বলক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি বালক উচ্চ  বিদ্যালয়ের  প্রধান শিক্ষক বাবর তালুকদার,কাউখালী সরকারি সতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আখতার হোসেন হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  মোঃ আব্দুল হান্নান, কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব হোসাইন সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক, শিক্ষক  শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon