![]()
শরীফ আহমেদ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে মহান স্বাধীনতার ঘোষক বুহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি মরহুম শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ তাড়াশ-সলঙ্গা থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মজলুম জননেতা ভিপি আয়নুল হক। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন রায়গঞ্জ পৌর বি এন পির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব খাইরুল ইসলাম ভূঁইয়া, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খান, জার্মানি শাখা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন রিমন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরণ, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মন্ডল, রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস, যুগ্ন সাধারন সম্পাদক রেদওয়ান ওয়াসিফ রনি তালুকদার, ইকবাল এইচ সোহাগ, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন সোহান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইস্কান্দার মির্জা জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৈয়ব আলী, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সাদ্দাম, পৌর যুব দলের আহবায়ক বোরহান কবির, যুগ্নআহব্বায়ক মো : শরীফ আহম্মেদ ও প্লাবন । বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ভিপি আইনুল হক বলেন, “যে নেতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, নীতি, ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে”। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



মন্তব্য