শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
 

আমতলীতে রুবার মাদক কারবার ও হানি ট্র্যাপের অভিযোগ, এলাকায় সমালোচনার ঝড়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৬

--- 

স্টাফ রিপোর্টার

বরগুনার আমতলী উপজেলা ও আশপাশের কয়েকটি উপজেলায় মাদক কারবার বিস্তারের অভিযোগ উঠেছে শারমিন আক্তার রুবা নামের এক নারীর বিরুদ্ধে। কে এই রুবা, কী তার পরিচয়—এ নিয়ে আমতলী এক্সকুলসহ বিভিন্ন মহলে চলছে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড়।

স্থানীয়দের দাবি, শারমিন আক্তার রুবা দীর্ঘদিন ধরে আমতলীর বিভিন্ন ইউনিয়নে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছেন। অভিযোগ রয়েছে, মাদক ব্যবসার পাশাপাশি তিনি তথাকথিত ‘হানি ট্র্যাপ’-এর মতো অপরাধমূলক কর্মকাণ্ডেও সক্রিয়।

এলাকাবাসীর অভিযোগ, ওই চক্রটি একটি প্রভাবশালী রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয়ভাবে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে—আমতলীর এক কথিত বিএনপি নেতা রাহাদ ফকিরের ছত্রচ্ছায়ায় এই মাদক কারবার ও হানি ট্র্যাপ পরিচালিত হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরও অভিযোগ উঠেছে, শারমিন আক্তার রুবাকে কেন্দ্র করে এলাকায় নানা অনৈতিক কর্মকাণ্ডের কথা শোনা যাচ্ছে। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন যুবককে ফাঁদে ফেলে হানি ট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেল করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া হচ্ছে। ভয়ে প্রতারিত ব্যক্তিরা প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও স্থানীয়দের দাবি।

তবে এসব অভিযোগের সত্যতা এখনো লিখিতভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সচেতন মহল মনে করছে, রাজনৈতিক পরিচয় বা প্রভাব যাই থাকুক না কেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তা না হলে যুবসমাজ আরও ভয়াবহভাবে মাদকের গ্রাসে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে আমতলী থানার দায়িত্বশীল সূত্র জানায়, এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে কেউ অভিযোগ দায়ের করলে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon