পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার পাথরঘাটা উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা, মারধর, ভয়ভীতি প্রদর্শন ও হত্যাচেষ্টার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
এসব ঘটনায় এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।একদিকে জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বিএনপি সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অপরদিকে এক নারীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বাদী মোঃ মাসুম বিল্লাহ। মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৬) রাতে পাথরঘাটা থানায় দায়ের করা ওই মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০–৩০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি থানায় জিআরভুক্ত হয়ে তদন্তাধীন রয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে চরদুয়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিস্ত্রী বাড়ি এলাকায় প্রথম ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আসামিরা জোরপূর্বক বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনিরের ধানের শীষ প্রতীকের লিফলেট ঝুলিয়ে ছবি তোলে এবং নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে চাপ ও হুমকি দেয়।
পরবর্তীতে একই দিন বিকাল আনুমানিক ৫টা ৫৫ মিনিটে খলিফার হাট চৌরাস্তা এলাকায় নামাজ শেষে বের হওয়ার সময় জামায়াত কর্মীদের ওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে অন্তত দুইজন গুরুতর আহত হন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে একই দিন সন্ধ্যায় নারীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ভুক্তভোগী শাহানাজ পারভীন (২৮) মঙ্গলবার রাতে পাথরঘাটা থানায় এজাহার করেন। তিনি চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের বাসিন্দা।
এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে খলিফারহাট চৌরাস্তা এলাকায় পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধভাবে শাহানাজ পারভীনের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
এ মামলায় নামীয় ২৪ জনসহ অজ্ঞাতনামা আরও ২৫–৩০ জনকে আসামি করা হয়েছে। আহত শাহানাজ পারভীনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩২৩, ৩২৬, ৩০৭ ও ৩৭৯ ধারায় রুজু করা হয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উভয় মামলার এজাহার গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে পাল্টাপাল্টি মামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।



মন্তব্য