![]()
নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুরের ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) বেলা ২টায় উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন সিদ্দিক শেখের বাড়ির সামনে কবরস্থান থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করে এবং বালিপাড়া থেকে মাদক ব্যবসায়ী মাহাবুব মোল্লা ওরফে বাবুকে (৩৮) গ্রেফতার করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ী বাবু বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের খারইখালী গ্রামের মৃত এাছাহাক মোল্লার ছেলে।
স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় গাঁজা বহনের সাথে জড়িতরা টের পেয়ে তাদের গাড়ি থেকে গাঁজার প্যাকেটগুলো সিদ্দিক শেখের বাড়ির সামনের কবরস্থানে ফেলে দিয়ে গাড়ি চালিয়ে বালিপাড়ার অভিমুখে চলে যায়। এসয় পুলিশ পিছু নিয়ে বালিপাড়া থেকে মাদক ব্যবসায়ী মাহাবুব মোল্লাকে আটক করে এবং তার তথ্য অনুযায়ী সিদ্দিক শেখের বাড়ির কবরস্থান থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করে ইন্দুরকানী থানায় নিয়ে আসে।
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির বলেন, ১৩ কেজি গাঁজা সহ মাহাবুব মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে এবং পিরোজপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।



মন্তব্য