শনিবার, ২২ নভেম্বর ২০২৫
 

কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদের আলোচনা সভা; ভারপ্রাপ্ত সভাপতি এম এ এইচ শাহীন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫

 ---

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাহিত্য অনুরাগী, লেখক, কবি ও সংস্কৃতিমনাদের নিয়ে গঠিত সংগঠন- কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার জনপ্রিয় সাদাপাথর রিসোর্টে এ সভার আয়োজন করা হয়।
সভা পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ সুহেল আহমদ এবং সভাপতিত্ব করেন সহসভাপতি এম এ এইচ শাহীন।
সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নতুন কমিটি ঘোষণার আগ পর্যন্ত সহসভাপতি এম এ এইচ শাহীনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। উপস্থিত সদস্যরা এ সিদ্ধান্তকে স্বাগত জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন। তাছাড়া নতুন কমিটি গঠনের পূর্বে সংগঠনে নতুন সদস্য নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ এমরান আলী, সহ-সাধারণ সম্পাদক মুন্সি আবুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মানিক মিয়া ময়না, সাংগঠনিক সম্পাদক কবির মাহমুদ, অর্থ সম্পাদক সোহেল আহমদ, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম সাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্য অনুরাগী অকিল আহমদ ও মাওলানা এমদাদুল হক।
আলোচনা সভায় সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ, সাহিত্যচর্চা আরও বেগবান করা এবং নতুন কমিটি গঠনের বিষয়সহ নানামুখী কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। উপস্থিত সদস্যরা আগামী দিনগুলোতে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon