সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
 

৮ ইসলামী দলের মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরে জামায়াতের প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫

---

 

‎পিরোজপুর প্রতিনিধি

আগামী ২ ডিসেম্বর সমমনা ইসলামী ৮ দলের বরিশালের মহা সমাবেশ উপলক্ষে পিরোজপুর জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকালে  পিরোজপুর শহরে জামায়াতের জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের জনশক্তিদের নিয়ে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা ৮ দলের স্মরণ কালের মহাসমাবেশ করতে যাচ্ছে দলগুলো। মহাসমাবেশে ৮ দলের শীর্ষ নেতারা উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দিবেন।

---

‎এতে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এর সঞ্চালনায় বক্তব্য দেন- জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, সহকারী সেক্রেটারি মাওলানা মো: ছিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ সদস্য ড. আব্দুল্লাহিল মাহমুদ, ভান্ডারিয়া উপজেলা আমীর মাওলানা মো: আমির হোসেন, নেছারাবাদ উপজেলা আমীর  আবুল কালাম আজাদ, নাজিরপুর উপজেলা আমীর মাওলানা: আব্দুর রাজ্জাক, কাউখালি উপজেলা আমীর মাওলানা মো: নজরুল ইসলাম, মঠবাড়িয়া উপজেলা নায়েবে আমীর আফজাল হোসাইন, সদর উপজেলা আমীর ছিদ্দিকুর রহমান পৌর আমীর ইসাহাক আলী খানসহ অনেকে। এসময় জেলার প্রতিটি উপজেলার দ্বায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon