![]()
পিরোজপুর প্রতিনিধি
আগামী ২ ডিসেম্বর সমমনা ইসলামী ৮ দলের বরিশালের মহা সমাবেশ উপলক্ষে পিরোজপুর জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকালে পিরোজপুর শহরে জামায়াতের জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের জনশক্তিদের নিয়ে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা ৮ দলের স্মরণ কালের মহাসমাবেশ করতে যাচ্ছে দলগুলো। মহাসমাবেশে ৮ দলের শীর্ষ নেতারা উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দিবেন।
![]()
এতে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এর সঞ্চালনায় বক্তব্য দেন- জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, সহকারী সেক্রেটারি মাওলানা মো: ছিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ সদস্য ড. আব্দুল্লাহিল মাহমুদ, ভান্ডারিয়া উপজেলা আমীর মাওলানা মো: আমির হোসেন, নেছারাবাদ উপজেলা আমীর আবুল কালাম আজাদ, নাজিরপুর উপজেলা আমীর মাওলানা: আব্দুর রাজ্জাক, কাউখালি উপজেলা আমীর মাওলানা মো: নজরুল ইসলাম, মঠবাড়িয়া উপজেলা নায়েবে আমীর আফজাল হোসাইন, সদর উপজেলা আমীর ছিদ্দিকুর রহমান পৌর আমীর ইসাহাক আলী খানসহ অনেকে। এসময় জেলার প্রতিটি উপজেলার দ্বায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য