বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
 

আ.লীগের লকডাউন প্রতিরোধে কাঁঠালিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫

---

ঝালকাঠি প্রতিনিধি

আওয়ামী লীগ ঘোষিত আজ ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি প্রতিরোধে ঝালকাঠির কাঁঠালিয়ায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে উপজেলা বিএনপির উদ্যোগে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচি পালিত হয়। পরে সকাল ১০টায় সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল থেকে স্বৈরাচার শেখ হাসিনা, তার দোসর ও আওয়ামী লীগের বিচার ও অপকর্মের শাস্তির দাবিতে নানা স্লোগান দেওয়া হয়।

 

সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন বলেন, “স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের কোনো ছাড় দেওয়া হবে না। জনগণ তাদের প্রতিটি অপতৎপরতা প্রতিহত করবে।”

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon