বুধবার, ১২ নভেম্বর ২০২৫
 

রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ৪ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ী সদর থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

 

মঙ্গলবার (১১ নভেম্বর ) ভোররাত আনুমানিক ২টার দিকে সদর থানার মূলঘর বাজার এলাকায় টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বিষয়টি আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল।

 

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ মাহমুদুর রহমান  জানায়, রাজবাড়ী সদর থানার বানীবহ ইউনিয়নের রথখোলা গ্রামের মো. জসিম উদ্দিনের বাড়ির সামনে রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু সদস্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। তাদের উদ্দেশ্য ছিল বর্তমান সরকারকে উৎখাত, দেশে অস্থিরতা সৃষ্টি, জননিরাপত্তা বিপন্ন করা এবং নাশকতার প্রস্তুতি গ্রহণ।

 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নিষিদ্ধ সংগঠনের ব্যানার ও মশাল দেখতে পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে।

 

আটককৃতরা হলেন, মৃত আজহার মিয়ার ছেলে ১.মো. জসিম উদ্দিন (৩৭)২.জিলালের ছেলে রানা (২০),৩. সাহাবুদ্দিনের ছেলে সোহাগ (২২),৪. শাহিনের ছেলে সাকিব (২০), সকলেই রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের রথখোলা গ্রামের বাসিন্দা।

 

জিজ্ঞাসাবাদে তারা জানায়, পলাতক আসামি জেলা যুবলীগের রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল (৪৫),বিকাশের মাধ্যমে ১৫,০০০ টাকা পাঠিয়ে মিছিল আয়োজনের নির্দেশ দেন। তার মধ্যে জসিম উদ্দিন ১০,০০০ টাকা নিজে রেখে বাকি ৫,০০০ টাকা অন্যান্য সদস্যদের মধ্যে ভাগ করে দেন।

 

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্যদের মধ্যে রয়েছেন— রাকিব (২২), রাজু সরদার (২২), তুষার (২২), মাসুদ মণ্ডল (২৮), আবির (২০)সহ আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা সদস্য।

 

পুলিশের দাবি, এরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য, যারা নাশকতার পরিকল্পনা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে যুক্ত ছিল।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন  ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon