![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। মাছটি ধরা পড়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত তিনটার দিকে নদীর মোহনায়।
স্থানীয় জেলে ইসাক হালদারের নৌকার জালে রাত ১টার সময় জাল ফেলার পর প্রায় দুই ঘণ্টা পর, রাত ৩টার দিকে বিশাল এই কাতল মাছটি ধরা পড়ে। এরপর মাছটি ভোরে দৌলতদিয়া ঘাট বাজারের আড়তে নিয়ে আসা হয়।
সকালে আনোখান মৎস্য আড়তে অনুষ্ঠিত নিলামে মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা প্রতি কেজি ২৬৫০ টাকা দরে মোট ৬৩,৬০০ টাকায় মাছটি ক্রয় করেন। পরে তিনি বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করে শেষ পর্যন্ত ঢাকার গুলশানের এক ব্যবসায়ীর কাছে ২৭০০ টাকা কেজি দরে ৬৫৮০০ টাকায় মাছটি বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা বলেন, “এমন বড় কাতল মাছ এখন খুব একটা পাওয়া যায় না। বাজারে আনতেই অনেক মানুষ ভিড় জমিয়েছিল। ভালো দামে বিক্রি করতে পেরে খুশি।”
স্থানীয় মৎস্য আড়তদাররা জানান, সাম্প্রতিক সময়ে পদ্মা নদীতে বড় আকারের কাতল, রুই ও বাগাড় মাছ ধরা পড়ছে, যা স্থানীয় জেলেদের মধ্যে উৎসাহ জাগিয়েছে।



মন্তব্য