বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
 

দৌলতদিয়া পূর্বপাড়ার শিশুদের সুরক্ষায় সমন্বয় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে যৌন শোষণ ও বাণিজ্যিক যৌন নির্যাতন প্রতিরোধে উপজেলা সিটিসি (কাউন্টার ট্রাফিকিং কমিটি) ও সিডাব্লিউবি (শিশু কল্যাণ বোর্ড) কমিটির সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

 

কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর বাস্তবায়নে এবং দি ফ্রিডম ফান্ড-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় “Enhancing Protection of Child Sex Trafficking Survivors in Bangladesh” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ সভার মূল উদ্দেশ্য ছিল— দৌলতদিয়া পূর্বপাড়ার সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কারিগরি প্রশিক্ষণের আওতায় এনে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করা।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সিটিসি ও সিডাব্লিউবি কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন, “যৌথ উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে পূর্বপাড়ার সুবিধাবঞ্চিত শিশুদের মানবপাচার ও যৌন বাণিজ্যের শিকার হওয়া থেকে রক্ষা করা সম্ভব।”

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা কাউন্টার ট্রাফিকিং কমিটির সদস্য সচিব মোছা: সালমা বেগম। তিনি বলেন, “দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে যৌনপল্লীর শিশুদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের জীবনমান উন্নয়ন সম্ভব।”

 

এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব মোঃ রুহুল আমীন সভায় কেকেএস সেফহোমের শিশুদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট প্রদানে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, উপজেলা আইসিটি কর্মকর্তা নিজাম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুল হক এবং টিপ (TIP) প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোঃ শাহাদাত হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি।

 

সভার আলোচনায় অংশগ্রহণকারীরা দৌলতদিয়া পূর্বপাড়ার শিশু ও তাদের মায়েদের সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকা উন্নয়নে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং শিশুদের সার্বিক মঙ্গল কামনা করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon