রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
 

নবাবগঞ্জে যে মাদ্রাসায় পাস করেনি কেউ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫

---

রোকনুজ্জামান রোকন,নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভালকাজয়পুর আমেনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার এবারের আলিম পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির কোনো শিক্ষার্থীই আলিম পরীক্ষায় পাস করতে পারেনি। ফলে প্রতিষ্ঠান জুড়ে নেমে এসেছে হতাশা আর সমালোচনার ঝড়।

 

মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, এবারের আলিম পরীক্ষায় ভালকাজয়পুর আমেনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে মানবিক ও বিজ্ঞান শাখায় মোট ১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ফলাফল প্রকাশের পর দেখা যায়—এদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। ফলে পুরো প্রতিষ্ঠানেই পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশ।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ উপজেলার মোট ১২টি মাদ্রাসা থেকে এবছর আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৪০জন  শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়,উত্তীর্ণ হয়েছে ১০৩ জন, জিপিএ ৫ পেয়েছে ৬জন।

এর মধ্যে ভালকাজয়পুর আমেনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্পূর্ণ ফলাফলই অকৃতকার্য হয়েছে।

 

এ প্রসঙ্গে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সঙ্গে বারবার যোগাযোগ করার  চেষ্টা করলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিপক কুমার বনিক বলেন,ভালকাজয়পুর আমেনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম পরিক্ষার রেজাল্টের বিষয়ে মাদ্রাসা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে ব্যবস্থা গ্রহণ করবে সে নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon