কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলাদা আলাদা ভাবে বিশ্ব হাত ধোয়া দিবস (Global Handwashing Day) উদযাপন করে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবসে প্রদর্শনী আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলার অবহেলিত ছিন্নমূল মানুষ ভূমিহীনদের বাসস্থান চর বাশুরী। এখানে ১শত ৪১টি পরিবারের বসবাস করেন। এই সমস্ত পরিবারের শিশুদের শিক্ষা থেকে ঝরে পড়া রোধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে এখানে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে অবহেলিত এই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য তাদের হাত ধোয়ানোর মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবসের পরিদর্শনী অনুষ্ঠান শুরু করেন। বুধবার ১৫ ই অক্টোবর সকাল ১১ টায় চর বাশুরী ডুমজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এই হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উপ সহকারী প্রকৌশলী মো: ফয়সাল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন হাত ধোয়া ২০সেকেন্ডের একটি ছোট্ট কাজ মাত্র। কিন্তু এর ফলাফল অনেক বড়। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন হাত পরিষ্কার না করে কোন ধরনের খাওয়া দাওয়া করলে পেট ব্যথা, আমাশা, ডায়রিয়ার মত মারাত্মক রোগ হতে পারে। আর যে কোন খাবারের পূর্বে ২০ সেকেন্ড সাবান দিয়ে ভালো ভাবে হাত পরিষ্কার করলে এই রোগ থেকে রেহাই পাওয়ার সম্ভব।তিনি আরো বলেন শহর বা উচ্চ পর্যায়ের সকল মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় সচেতন। তবে তৃণমূলে অবহেলিত খেটে খাওয়া ভূমিহীনদের ঘরে জন্ম নেওয়া এই সোনার ছেলে-মেয়েদেরকে সবার আগে শিখানো দরকার।সবার আগে সচেতন মহল কে এদের পাশে দাঁড়াতে হবে। এদেরকে ভাল শিক্ষায় শিক্ষিত করতে হবে। আজকে এই বিশ্ব হাত ধোয়া দিবসে তাদের পাশে থেকে হাত ধোয়াতে পারায় গর্ববোধ করেন বলে নির্বাহী কর্মকর্তা জানান।
অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রেজবী হোসেন, সহকারী শিক্ষক মাসুদা খানম ও ছাত্র-ছাত্রী অভিভাবক বৃন্দ। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও ভাগ্য অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য