শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
 

স্বামীর সঙ্গে মনোমালিন্যে বিষপান, চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫

---

বাগেরহাট  প্রতিনিধি  :

বাগেরহাটের কচুয়া উপজেলায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বাধাল ইউনিয়নের আলোকদিয়া গ্রামে।

জানা যায়, গতকাল (১৫ অক্টোবর ২০২৫) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিট থেকে ৬টার মধ্যে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের আলোকদিয়া গ্রামের ময়না বেগম (৩৫), পিতা আবুল জোমাদ্দার, স্বামী বাবুল (সাং—ফতেহপুর, থানা—বাগেরহাট সদর), স্বামীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের কারণে বাবার বাড়ি আলোকদিয়ায় ফিরে গিয়ে বিষপান করেন।

পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুর আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে তিনি মৃত্যুবরণ করেন।

বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon