শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
 

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়িতে ফরিদপুর অঞ্চলের এসপি’র পরিদর্শন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়িতে ফরিদপুর অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুল আল মামুন পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিনি পাটুরিয়া হয়ে ফাঁড়িতে পৌঁছে চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অগ্রগতি পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে এসপি আব্দুল আল মামুন বলেন, মা ইলিশ সংরক্ষণে নৌ পুলিশের সদস্যরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান আরও জোরদার করা হবে। তিনি বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ, তাই এর সুরক্ষায় প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

 

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার (নৌ) মোঃ সাজিদ হোসাইন, গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ত্রিনাথ সাহা, গোয়ালন্দ কোস্টগার্ড ইনচার্জ শাহিন আলমসহ অন্যান্য কর্মকর্তা।

 

এদিকে চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানে দৌলতদিয়া নৌ পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪টি মামলায় ১৩ জন আসামি গ্রেফতার করা হয়, মোট ৩৫ টি মোবাইল কোর্টে ৩৬ জন আসামিকে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রায় ২১ লক্ষ ৩৬ হাজার বর্গমিটার  নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ হাজার বর্গমিটার চায়না দুয়ারি জাল জন সম্মুখে প্রকাশে ধ্বংস করা হয়েছে।

অভিযানে ২৬০ কেজি মা ইলিশ জব্দ করে আইন অনুযায়ী বিতরণ এবং ৭টি নৌকা জব্দ করা হয়।এ পর্যন্ত দৌলতদিয়া নৌ পুলিশ, কোস্টগার্ড,মৎস্য বিভাগ এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে সর্বমোট ৬০ জন জেলে আটক করা হয়েছে।

এসপি আব্দুল আল মামুন মা ইলিশ রক্ষায় চলমান অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন।।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon