বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
 

কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫

---

কাউখালী (পিরোজপুর ) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে থানা  পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়ছে।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় থানা উপজেলার  সদর ইউনিয়নের কাঠালিয়া পিজিএস বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজের শ্রেণি কক্ষে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদকে সামনে রেখে, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নেছারাবাদ সার্কেল সাবিহা মেহেবুবা।তিনি তার বক্তব্য  বলেন, পুলিশ হল জনগণের বন্ধু। জনগণের জানমালের নিরাপত্তা দায়িত্ব পুলিশ আপনাদের দিয়ে যাচ্ছে। যারা মাদকের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করে মাদকমুক্ত এলাকা করতে হবে। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধ সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে পুলিশকে তথ্য দিবেন। দরকার বোধে আমাকে মোবাইল ফোনে তথ্য জানাবেন।এ সময়  অন্যান্য এর মধ্যে  বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ হারুন অর রশিদ, সহকারী প্রধান শিক্ষক নীতি বিকাশ মিস্ত্রি,  এলাকাবাসী মোঃ আব্দুস সালাম, নাসির উদ্দিন মহাজন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, কাউখালী থানার এসআই দীপক বালা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon