বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
 

রাজাপুরে প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫

---

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে সুলতান আকন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে এ ঘটনায় থানায় মামলা করেছে তাঁর পরিবার।

সুলতান আকন ওই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। এর আগে গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বুধবার রাতে রাজাপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, প্রতিবেশী মো. সুলতান আকন কিশোরীকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত পালিয়ে যান। পরে পুলিশের অভিযানে বুধবার রাতে সুলতান আকনকে গ্রেপ্তার করা হয়।

রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আব্দুল মালেক জানান, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon