পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে উদযাপনের লক্ষে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া,প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহিম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মো.খালিদ সাইফুল্লাহ,কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন,প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ,নজিপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.ফজলুল হক,সেনাক্যাম্প কমান্ডার ফজলে রাব্বী শুভ,থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো.এনায়েতুর রহমান,নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হাবিবুর রহমান মিন্টু,কৃঞ্চপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.নজরুল ইসলাম,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সবুজ সাহা,নজিপুর প্রেসক্লাবে সদস্য সাংবাদিক মামুনুর রশীদ প্রমুখ।উপজেলায় একযোগে ৭৮ টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে।সভায় জানানো হয়,উপজেলার প্রতিটি পূজামন্ডপে সিসিটিভি,স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে।এছাড়া পূজার সময় বিদ্যুৎ,স্বাস্থ্যসেবা ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হবে।
মন্তব্য