কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ওপেন হাউস ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতি মাসের ১৫ তারিখ উপজেলার বিভিন্ন এলাকার আইন-শৃঙ্খলার মান উন্নয়নের জন্য এবং পুলিশের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ সুপার সকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিদের কে উন্মুক্ত সভা আয়োজনের নির্দেশ দেন। এই ধারাবাহিকতায় কাউখালী থানা পুলিশের আয়োজনে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের চৌরাস্তায় উন্মুক্ত ময়দানে সাধারণ মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদকে সামনে রেখে, অনুষ্ঠানে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ করতে উপস্থিত সাধারণ মানুষ উন্মুক্ত আলোচনা অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করেন।
কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো:সোলাইমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল , সিনিয়র সহকারী পুলিশ সুপার নেছারাবাদ সার্কেল সাবিহা মেহেবুবা, সহকারী পুলিশ সুপার মোঃ বায়েজিদ ইসলাম। এ সময় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলী হোসেন, ইউপি সদস্য মেহেদী হাসান রুবেল, শাহিন আকন, ব্যবসায়ী শাকিল খান, মিজানুর রহমান, লোকমান হোসেন প্রমুখ।
প্রধান অতিথি পুলিশ সুপার খান মোঃ আবু নাসের বলেন, ৫ ই আগস্ট এর আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক না। পুলিশ হল জনগণের বন্ধু। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। পুলিশ সার্বক্ষণিক আপনাদের জন্য কাজ করে। আপনাদের সকলের সহযোগিতায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং , অনলাইন জুয়া সহ যেকোনো অপরাধের সাথে জড়িতদের গ্রেফতার করা হবে। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।এই জেলাকে অপরাধমুক্ত জেলা হিসেবে ঘোষণা করতে সকলের মিলেমিশে কাজ করার আহ্বান জানান ।
মন্তব্য