রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাবের (RUEC) উদ্যোগে আগামী শনিবার শুরু হচ্ছে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন-২০২৫। দুই দিনব্যাপী এই আয়োজন হবে ৬ ও ৭ সেপ্টেম্বর।
’সামাজিক রূপান্তরের জন্য বিভিন্ন বিষয়ে জ্ঞান ও উদ্ভাবনের প্রসার’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো রাবিতে কোন সংগঠন আন্তর্জাতিক গবেষণা সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।
আয়োজকদের মতে, এর মাধ্যমে গবেষণাকে শুধু একাডেমিক গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে সামাজিক অগ্রগতি ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হবে।
সংগঠনটি জানায়, সম্মেলনে দেশি-বিদেশি প্রায় ১২০০ জন অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। এর মধ্যে রয়েছেন ৬০০ জন গবেষক, ৫০০ নিবন্ধিত দর্শনার্থী এবং ১০০ জন সংগঠক। ভারত, পাকিস্তান, নেপাল ও যুক্তরাষ্ট্রের প্রায় ১০ জন বিদেশি প্রতিনিধি সম্মেলনে যোগ দিবেন।
সম্মেলনের জন্য জমা পড়া ১ হাজার ৬০০-এর বেশি অ্যাবস্ট্রাক্টের মধ্যে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৩৮০টি প্রবন্ধ উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। বাছাই প্রক্রিয়াটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন শিক্ষকের সমন্বয়ে গঠিত একটি বৈজ্ঞানিক কমিটি সম্পন্ন করে। দুই দিনে আয়োজনে ২৫০টি মৌখিক উপস্থাপনা, ১০০টি পোস্টার উপস্থাপনা এবং ৩০টি তিন মিনিটের থিসিস উপস্থাপনা থাকবে বলে জানিয়েছে আয়োজকরা।
বিশ্বখ্যাত কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। অন্যান্য অতিথিদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসির উদ্দিন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল প্রকৌশল বিভাগের অধ্যাপক তারিক আরাফাত, বাংলাদেশ সরকারি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মেম্বার ডিরেক্টিং স্টাফ ড. জহরুল ইসলাম উপস্থিত থাকবেন।
এছাড়াও যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রোজমেরি এভান্স ভার্চুয়ালি আধুনিক গবেষণা কৌশল, একাডেমিক লেখালেখি ও গবেষণার ডিজিটাল শীর্ষক কর্মশালা পরিচালনা করবেন।
মন্তব্য