পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় “গড় লাগি ও জোহার হামনিক্যের সংস্কৃতি হামনিক্যের পরিচয়”এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলা শাখার আয়োজনে আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপন করা হয়।
এ উপলক্ষে বিকেল ৪ টায় নজিপুর পাবলিক মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উক্ত আলোচনা সভায় মিঃমিলন মার্ডীর সঞ্চালনায় শ্রী সুবোধ উড়াও এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিচালক যোগেন্দ্র নাথ সরকার।প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল।বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন।
কারাম উৎসবে প্রায় ৮০ টি আদিবাসী দল অংশগ্রহণ করে।এসময় বিভিন্ন উপজেলার আগত আদিবাসী সম্প্রদায়ের মানুষের মিলন মেলায় পরিণত হয়।
মন্তব্য