মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে বজ্রপাতে অঞ্জনা কোদালিয়া (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চর বালিয়াকান্দি ছোট ভাকলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অঞ্জনা কোদালিয়া ওই এলাকার সুকুমার কোদালিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে অঞ্জনা কোদালিয়া বাড়ির পাশের কুকুরে গোসল করতে যান। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গাছের গোড়ায় পড়ে যান। একই সময়ে তার সঙ্গে থাকা ছোট বোন অমিতা কোদালিয়াও মাটিতে পড়ে গেলেও অক্ষত থাকেন। পরে অমিতা ডাকচিৎকার দিলে স্থানীয়রা দৌড়ে এসে অচেতন অবস্থায় অঞ্জনাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশের এসআই মোহাম্মদ সেলিম মোল্লা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, “বজ্রপাতে নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।”
স্থানীয়দের ভাষ্যমতে, বজ্রপাতের সময় এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। তারা সবাই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে সতর্ক থাকার পরামর্শ দেন।
নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য