পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর থেকে এ মাহফিলে মুসল্লিদের অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। এশার নামাজের পর দোয়া ও মিলাদের পর তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। এর আগে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া। তিনি তার আলোচনায় বলেন, “নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলেই দুনিয়া ও আখেরাতে মুক্তি লাভ করা সম্ভব।”
মাহফিলে সভাপতিত্ব করেন পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব কাজী মোঃ তোহা। তিনি উপস্থিত মুসল্লিদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, “এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান মুসলিম উম্মাহকে সঠিক পথের দিশা দেয় এবং প্রজন্মের কাছে ইসলামের আলো পৌঁছে দেয়।” তিনি আরো বলেন, প্রতি বছর আমরা পাথরঘাটা কেন্দ্রীয় মসজিদে এ অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখতে আপনাদের সহযোগীতা কামনা করছি।
এছাড়াও মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি এবং মুসল্লিদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
মন্তব্য