জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী ফ্যাসিস্ট শিক্ষকদের বিচার না হলে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন ‘হতে দিব না’ বলে হুমকি দিয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও ছাত্রদলের প্যানেলের কার্যকরী সদস্য পদপ্রার্থী হামিদুল্লাহ সালমান।
রবিবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে নির্বাচন কমিশনের সাথে প্রার্থীদের আলোচনা সভায় এমন হুমকি দেন তিনি।
এ সময় তিনি বলেন, আসন্ন জাকসু নির্বাচনের আগেই আওয়ামীপন্থী ফ্যাসিস্ট শিক্ষকদের বিচার করতে হবে এবং অছাত্রদের বের করতে হবে অন্যথায় আগামী ১১ তারিখের জাকসু নির্বাচন হতে দিব না।
তার বক্তব্যের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, কোন অপশক্তি জাকসু নির্বাচন আটকাতে পারবে না। যথাসময়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য