সোমবার, ২০ অক্টোবর ২০২৫
 

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো রাবি রিপোর্টার্স ইউনিটি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫

---

রাবি প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)। নবীনবরণ অনুষ্ঠানটি শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে রাবি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

এসময় বক্তারা সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। তাঁরা বলেন, সাংবাদিকতা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তবে, বাংলাদেশে সাংবাদিকদের সুযোগ-সুবিধা তুলনামূলক কম। অন্য চাকরিজীবীদের মতো সাংবাদিকদের জন্য সপ্তাহে দুইদিন ছুটি কার্যকর জরুরি। তাঁদের বেতন মানসম্মত হওয়া উচিত। এবং নিয়মিত বেতন পাওয়া নিশ্চিত করা উচিত।

 

যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান বলেন, জলন্ত আগুন ও ফুটন্ত কড়াই এর পার্থক্য হচ্ছে আপনি জানেন না আপনার শত্রু কে বা কারা৷ ফুটন্ত কড়াইতে যখন আমরা ছিলাম তখন আমাদের কে হুমকি দেওয়া হতো৷ তবে, আমরা আশাবাদী যে এই সমস্যা কেটে যাবে। বাস্তবতা হলো আসল সংকট কাটানাে ততটাও সহজ নয়৷

 

প্রথম আলো’র রাজশাহী ব্যুরো প্রধান আবুল কালাম মোহাম্মদ আজাদ বলেন, সাংবাদিকতা একটা শক্তি, এই শক্তি ভেঙে ফেলা যাবে, কিন্তু শেষ করা যাবে না। আজ আমরা নিজের আমিত্ব ফলাতে ফলাতে একাকি হয়ে যাচ্ছি। যেটি বিগত আমলের সরকার করেছিলো, ফলে আজ তাদের এই অবস্থা। সাংবাদিকতা একটা সৃজনশীলতা, কোনো না দেখতে পাওয়া একটা জিনিস দেখতে পাওয়া। মজা করে কথা বলতে শিখতে হবে যেটি সাংবাদিকতার মাধ্যমেই করা সম্ভব।

 

গণযোগাযােগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মাোজম্মেল হােসেন বকুল বলেন, সাংবাদিকদের মাঝে এক ধরনের সৃজনশীলতা রয়েছে৷ যা মেধার বিকাশ ঘটায়৷ শুরু থেকেই আমার সাংবাদিকতার প্রতি আগ্রহ ছিল৷ শিক্ষাজীবনে খবরের কাগজ দিয়ে আমার হাতে খড়ি হয়৷ সরকারি চাকরি ছেড়ে আমি সাংবাদিকতা পেশায় এসেছি৷ লেখালেখির প্রতি আমার একটা আগ্রহ ছিল অনেক আগে থেকেই। সাংবাদিকতা যেকোন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এটা দূর্বল হলে কাঠামাে নড়বড়ে হয়ে যায়৷

 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান, বর্তমানে সাংবাদিকতার সংকটগুলোর মাঝে সবচেয়ে বড় সংকট হলো, সাংবাদিকতায় অর্থনৈতিক স্থিতিশীলতা গড়ে ওঠেনি। ফলে, মিডিয়া হাউজগুলো বর্তমানে অর্থ আয়ের জন্য ক্লিকবেইটের দিকে ঝুঁকছে। এজন্য মিসইনফরমেশন- ডিসইনফরমেশন ছড়ানোর পরিমাণ বাড়ছে।

 

অনুষ্ঠানে অন্যদের আরো উপস্থিত ছিলেন রুরু’র উপদেষ্টা লাবু হক ও মারুফ হাসান। রুরু’র সভাপতি সোহাগ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ন-সাধারণ সম্পাদক নূর আহসান মৃদুল। এসময় নবীন শিক্ষার্থীদের পাশাপাশি রুরু’র কার্যনির্বাহী ও শিক্ষানবিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এর আগে গত শুক্রবার (২২ আগস্ট) নবীনবরণের প্রথম পর্ব পরিচিতি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon