সোমবার, ২০ অক্টোবর ২০২৫
 

জবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘অদম্য মেধাবী সংবর্ধনা’ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫

---

আশিকুর রহমান, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ‘অদম্য মেধাবী সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে “অদম্য মেধা, অজেয় সংকল্প” স্লোগানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, এই দেশে কোটি কোটি টাকা দুর্নীতি হয়, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু জাতি গড়ার কারিগরদের (শিক্ষকদের/শিক্ষার্থীদের) যখন রাস্তায় নামতে হয়, সেদিকে রাষ্ট্র সম্পূর্ণ উদাসীন।”

 

তিনি আরো বলেন, দুর্নীতিবাজি এবং তেল-মাথায়-তেল দেওয়ার সংস্কৃতি পরিহার করতে হবে। যখন দেশ থেকে দুর্নীতি কমে যাবে, তখনই প্রকৃত দক্ষ জনশক্তিকে মূল্যায়ন করা সম্ভব হবে।দেশের রাজনীতিকদের সমালোচনা করে তিনি বলেন, “রাজনীতিবিদরা মুখে এক কথা বলেন, অন্যদিকে তাঁদের সন্তানেরা বিদেশে পড়াশোনা করে।”

 

বিশেষ অতিথির বক্তব্যে জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসাইন বলেন, আমরা সাধারণত তাদের নিয়েই ভাবি, যাদের কাছ থেকে আমরা কিছু পাওয়ার প্রত্যাশা করি। কিন্তু যাদের কাছ থেকে কিছু পাবো না, তাদের নিয়ে আমরা ভাবি না।”শারীরিক প্রতিবন্ধী মানেই দুর্বলতা নয়। তারাই প্রকৃত শক্তিশালী, কারণ তারা প্রতিনিয়ত অনেক প্রতিকূলতা মোকাবিলা করে জীবনযাপন করেন। তিনি  ছাত্রশিবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতি বছর এমন একটি মানবিক অনুষ্ঠানের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড মোহাম্মদ বেলাল হোসাইন ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড মো তোহিদ হোসাইন। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শাখা শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon