মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
 

কাউখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ও কর্মে দক্ষদের মাঝে পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫

---

বিশেষ প্রতিনিধি : 

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সোমবার (১৪ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা    ও কর্মে দক্ষতার বিবেচনায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট বিতরণ করা  হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান খান, কাউখালী এস বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল,প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মী প্রভাতী রাণী প্রমুখ। আলোচনা শেষে  কর্মে দক্ষতার কারণে বিভিন্ন  ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় পুরস্কৃত করা হয়  শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নিভা রানী হালদার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা ববিতা বড়াল, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ রেজাউল হক সরদার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চিরাপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ কাউখালী সদর ইউনিয়ন পরিষদ কে শ্রেষ্ঠ ঘোষণা করে  বিজয়ীদের হাতে   পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon