মোঃ রাকিব উদ্দিন ফয়সাল,রুপগঞ্জ,(নারায়ণগঞ্জ),প্রতিনিধি:
সম্প্রতি দেশের চলমান অস্থিরতায় কতিপয় রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের বিএনপির বিরুদ্ধে নানামূখী ষড়যন্ত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রূপগঞ্জ উপজেলার বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ১৩ জুলাই রবিবার বিকালে উপজেলার বাগবের বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া তার বক্তব্যে বলেন, দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের সফল সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেজা জিয়ায় সুযোগ্য সন্তান। যিনি জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন।তিনি ১৬ কোটি জনতার হৃদয়ে আছেন। কিন্তু বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এ দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। আমরা এসব ষড়যন্ত্র রুখে দিতে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা বিএনপি রাজপথে আছি। যুবদল নেতা শরীফ হোসেন তার বক্তব্যে বলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রয়োজনে আবার মাঠে নামবো। রূপগঞ্জ বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জিয়া মঞ্চের
মন্তব্য