ফয়সাল হোসেন, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর জেলার অধিকাংশ সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে প্রতীকী গায়েবানা জানাজার আয়োজন করেছে ভুক্তভোগী জনতা।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে দক্ষিণ স্টেশন এলাকায় সড়ক ও জনপথ (সওজ) অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন এলাকার সড়কে চলাচলকারী ভুক্তভোগী মানুষ অংশগ্রহণ করেন।
প্রতীকী জানাজা শেষে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে লক্ষ্মীপুরের সড়কগুলো বেহাল অবস্থায় রয়েছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ঘুমিয়ে আছেন বলেই কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। আজকের এই প্রতীকী জানাজা তাদের সেই ঘুম ভাঙাতেই।
তারা আরও বলেন, আমরা ৭ দিনের আল্টিমেটাম দিচ্ছি—এই সময়ের মধ্যে যদি সড়ক সংস্কারে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তবে আমরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হব।
বক্তারা দ্রুত সড়ক সংস্কার ও দায়িত্বহীন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তবে এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
মন্তব্য