মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
 

চীন সফর শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ইবি উপাচার্য

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫

---

খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি:

সাম্প্রতিক চীন সফর শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায়  উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এটি অনুষ্ঠিত হয়।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী , কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  অধ্যাপক ড. মনজুরুল হক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক  অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান সহ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, সফরকালে হুয়াজং  ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উচাং ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং গুইলিন ইউনিভার্সিটি অব টেকনোলজির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে শিক্ষক-শিক্ষার্থী আদান-প্রদান, কারিকুলাম উন্নয়ন ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা এবং যৌথভাবে সেমিনার-সিম্পোজিয়াম-ওয়ার্কশপ আয়োজন করা সম্ভব হবে। তবে প্রাথমিকভাবে এই সমঝোতা স্মারক তৈরি করা হয়েছে, পরে আরো সুনির্দিষ্টভাবে করা হবে।

উপাচার্য আরো জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু, কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা, টিচার্স-স্টুডেন্ট্স এঙ্চেঞ্জ প্রোগ্রাম এবং এই বিশ্ববিদ্যালয় থেকে যেন চীনে স্কলারশিপ-এর ব্যবস্থা করা যায় তার জন্যে কাজ শুরু করা হবে

উল্লেখ্য, গত ৬ই জুলাই থেকে ১১ই পর্যন্ত  বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ-এর নেতৃত্বে একটি উচ্চশিক্ষা প্রতিনিধি দলের সঙ্গে চীন সফর করেন উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নাসিরুল্লাহ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon