মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
 

সাগর কাটিতে কৃষকের পাশে মানবিক উদ্যোগ: মাঠের পানি সরিয়ে দিলেন মো. মিজানুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫

---

মো: মুন্না শেখ বাগেরহাট  প্রতিনিধি 

বাগেরহাট জেলার সাগর কাটি ও কেশারামপুর এলাকায় সাম্প্রতিক ভারী বর্ষণে মাঠভর্তি পানি জমে যাওয়ায় কৃষকেরা ধানের বীজ ফেলতে পারছিলেন না। এ অবস্থায় চরম বিপাকে পড়েন স্থানীয় কৃষকেরা।

 

এই সংকট নিরসনে মানবিক ভূমিকা রাখেন মো. মিজানুর রহমান। তিনি কিছু স্বেচ্ছাসেবী ব্যক্তিকে সঙ্গে নিয়ে মাঠের পানি নামানোর ব্যবস্থা করেন। তাঁর উদ্যোগে সাগর কাটি কেশারামপুর মাঠের পানি একটি নির্দিষ্ট পথ দিয়ে বের করে দেওয়া হয়, যার ফলে কৃষকেরা পুনরায় মাঠে বীজ ফেলতে সক্ষম হচ্ছেন।

 

স্থানীয় কৃষকেরা জানান, “এই পানি না সরলে আমাদের পুরো মৌসুমটাই নষ্ট হয়ে যেত। মিজান ভাইয়ের জন্য আমরা কৃতজ্ঞ।”

মাঠে গিয়ে দেখা যায়, ইতোমধ্যে পানি সরে গিয়ে জমি শুকাতে শুরু করেছে। এ উদ্যোগে কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে।

 

এমন মানবিক ও সময়োপযোগী উদ্যোগের জন্য মো. মিজানুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনগণ ও কৃষক সমাজ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon