মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৪ মে ) বিকেল সাড়ে ৪ টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া কেকেএস স্কুলের সামনে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া এলাকার ওম্বার মুন্সির ছেলে কুতুব মুন্সি (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে কুতুব মুন্সিকে ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
মন্তব্য