ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে। শনিবার সকাল ৮টা ভোট গ্রহন শুরু হয় বিরতিহীন ভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত । ১১টি পদের বিপরীতে ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এতে ৭৬৩জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার পৌর বিএনপির সভাপতি, ঝালকাঠি জেলা আইনীজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমুল হাসান।
নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে , সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা শ্রমিকদলের সভাপতি ও শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি টিপু সুলতান (গোলাপ ফুল) এবং সংগঠনের সাবেক সভাপতি মজিবুর রহমান (বাস)। সহসভাপতির দুটি পদে মো. জলিল সিকদার (বাঘ), মো. ফারুক হোসেন আদু (গাভী), মো. মিলন মিয়া (হাতি), মো. শহিদুল ইসলাম খান (হরিণ), মো. হারুন সিকদার (উটপাখি)। সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক রনি (আনারস), মো. নাসির উদ্দিন হাওলাদার (টেবিল) ও মো. বাদশা মিয়া (মাছ)।
সহসাধারণ সম্পাদকের দুটি পদে মো. আলী হোসেন খান (হাঁস), মো. মানিক খান (মোরগ), মো. মিলন হাওলাদার (কবুতর), মো. আলমগীর হোসেন (মোমবাতি), মো. চান মিয়া হাং (দোয়াত কলম) ও মো. জামাল হাওলাদার (বই)। সাংগঠনিক সম্পাদক পদে মো. মতিয়ার রহমান (নারিকেল গাছ), মো. মোস্তফা কামাল (ফুটবল), মো. আলী আকব্বর হাওলাদার (টেবিল), মো. জসিম উদ্দিন লিটন (হাতপাখা), মো. ফারুক হোসেন ফকির (বৈদ্যুতিক পাখা), মো. মিজানুর রহমান (তালাচাবি)।
লাইন সম্পাদকের দুটি পদে মো. কামাল হাওলাদার (বাইসাইকেল), মো. শাহ আলম (কাপপিরিচ), মো. সুমন হাওলাদার (পানির বোতল), মো. সুমন সিকদার (রেলগাড়ী), মো. সোহরাব হোসেন (ভ্যানগাড়ি) ও মো. হানিফ হাওলাদার (গরুর গাড়ী)। প্রচার সম্পাদক পদে মো. আক্কাস খান (মোবাইল), মো. ইলিয়াছ হাওলাদার (টেলিভিশন), মো. মামুন বেপারী (মাইক) ও মো. শহিদুল ইসলাম (মই)। কার্যনির্বাহী সদস্য পদে মো. সোহেল ফকির (কলস) ও মো. স্বপন হাওলাদার (কুড়েঘর)।
১১টি পদের বিপরীতে ৩৪জন প্রার্থীর প্রত্যেকেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
মন্তব্য