মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের বিশেষ অভিযানে ৫২ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ১১ টার সময় গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পতিতাপল্লীর মেইন গেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সাগর বিশ্বাস (২২)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বেপারী পাড়ার মোঃ শাহাদত বিশ্বাসের ছেলে। বর্তমানে তার স্থায়ী ঠিকানা হাট গ্রাম, কালুখালী থানা, রাজবাড়ী জেলা।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সাগর বিশ্বাসের কাছ থেকে ৫২ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়ালন্দঘাট থানায় নিয়মিত একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য