শনিবার, ২৪ মে ২০২৫
 

বেরোবি দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের নতুন পরিচালক অধ্যাপক জাকিউর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৫

---

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জাকিউর রহমান।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর অনুমোদনে রেজিস্ট্রার ড. মোঃ হারুন অর রশিদের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়।

 

আদেশ অনুযায়ী, অধ্যাপক জাকিউর রহমান আগামী ২৫ মে ২০২৫ তারিখ থেকে এই দায়িত্ব পালন করবেন। তাঁর নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

উল্লেখ্য, অধ্যাপক জাকিউর রহমান ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে একজন অভিজ্ঞ শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে গবেষণা, পাঠদান ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর দিকনির্দেশনায় ই-লার্নিং সেন্টারটি আগামী দিনে আরও কার্যকর ও যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon