শনিবার, ২৪ মে ২০২৫
 

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রী ও কোরবানির পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন পারাপারে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। ঘাট ব্যবস্থাপনা ও নৌযান চলাচল স্বাভাবিক রাখতে ঈদের সময় এই রুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে।

 

শনিবার (২৪ মে) সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তার, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, ঈদে রো রো (বড়) ফেরি ৯টি, মিডিয়াম ফেরি ৩টি ও ইউটিলিটি ফেরি ৫টিসহ মোট ১৭টি ফেরি চলবে। দৌলতদিয়া প্রান্তে সচল থাকবে ৩টি ফেরিঘাট—৩, ৪ ও ৭ নম্বর। পানির উচ্চতা বাড়লে আরও একটি ঘাট চালু করা হবে।

 

তিনি আরও জানান, পশুবাহী ট্রাকগুলোকে বিশেষ অগ্রাধিকার দিয়ে সরাসরি ফেরিতে ওঠার ব্যবস্থা থাকবে। যাত্রীবাহী বাস ও পশুবাহী ট্রাক আগে পারাপারের সুযোগ পাবে।

 

এদিকে বিআইডব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক সাগর মল্লিক জানান, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ঈদের সময় চলবে ২০টি লঞ্চ এবং আরিচা-কাজিরহাট রুটে ১৩টি লঞ্চ। দৌলতদিয়া ও পাটুরিয়া প্রান্তে ৩টি করে লঞ্চঘাট সচল থাকবে।

 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল বলেন, ঈদে ঘাট এলাকায় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। থাকবে থানা পুলিশ, সাদা পোশাকের পুলিশ, ডিবি ও নৌপুলিশসহ হাইওয়ে পুলিশের সমন্বিত টিম।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ঈদের দিনসহ আগের তিন দিন ও পরের সাত দিন নদীতে বালুবাহী বাল্কহেড চলবে না। সন্ধ্যার পর পশুবাহী ট্রলার বন্ধ থাকবে এবং প্রতিটি ট্রলারে গন্তব্য লেখা বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি আরও বলেন, অতিরিক্ত ভাড়া আদায় রোধে মোবাইল কোর্ট মাঠে থাকবে। দৌলতদিয়া ঘাট এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, টার্মিনালে ভাড়ার চার্ট দৃশ্যমান রাখা এবং সচেতনতামূলক ব্যানার টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 

জেলা প্রশাসক ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রায় সকল পক্ষের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon