বিশেষ প্রতিনিধি, ঢাকা
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে রাস্তা ও ক্লাব উদ্বোধন এবং তৃণমূল বিএনপি নেতাদের উপেক্ষার অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিএনপির একাংশ। কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে এসব অভিযোগ তুলে বৃহস্পতিবার (২২ মে) বিকেলে মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়।
বড়কান্দা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দীর্ঘ ১৭ বছর মেঘনায় উপস্থিত না থেকেও হঠাৎ আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে যুক্ত হচ্ছেন। এতে বিএনপির ত্যাগী নেতাদের প্রতি চরম অবহেলা করা হয়েছে। সেলিম ভূঁইয়া মেঘনায় আওয়ামী লীগ ঘরানার একাধিক নেতাকে বিএনপির অভ্যন্তরীণ কার্যক্রমে সম্পৃক্ত করেছেন এবং দলীয় পদে স্থান দিতে ত্যাগী নেতাদের বাদ দিয়ে টাকার লেনদেন করেছেন। এতে দলের ভেতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা।
এদিকে মানববন্ধনে বক্তারা ছাত্রলীগ নেতা আলমগীর মজিদের ভূমিকারও সমালোচনা করে বলেন- ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ভাঙচুর ও দখলের সময় নেতৃত্ব দিয়েছেন মেঘনা উপজেলার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর মজিদ। তিনি বড়কান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদের ছেলে। বক্তারা অভিযোগ করেন, এই আলমগীর মজিদকে নিয়েও প্রশাসনিক ও রাজনৈতিকভাবে প্রশ্রয় দিচ্ছেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
এছাড়া বক্তারা দাবি করেন, বড়কান্দা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা ফারুক হোসেন রিপনসহ আরও কয়েকজন আওয়ামী লীগপন্থি ব্যক্তিকে সঙ্গে নিয়ে মেঘনায় সভা, ক্লাব ও রাস্তা উদ্বোধন করেছেন সেলিম ভূঁইয়া। এতে বিএনপির তৃণমূল নেতাদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
এ সময় মানববন্ধনে বক্তব্য দেন বড়কান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অহিদ মোল্লা, মহিলা দলের ইউনিয়ন সভাপতি সালেহা বেগম এবং সহ-সভাপতি রোশি বেগম প্রমুখ।
মন্তব্য