বুধবার, ২১ মে ২০২৫
 

ঝালকাঠিতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৫

---

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার দুপুরে উপজেলার সারেংগল এলাকায়  ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেয় ওই ইউনিয়নের সর্বস্তরের মানুষ। মানববন্ধনে সংগ্রামনীল পুলিশ বক্স থেকে সারেংগল বাজর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তাটি সংস্কারের দাবি জানানো হয়।

এলাকাবাসির অভিযোগ, দীর্ঘ এক যুগ আগে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। এরপর আর কোনো সংস্কার করা হয়নি। বর্তমানে রাস্তাটি ভাঙাচোরা ও বেহাল হওয়ায় কেওড়া ইউনিয়নের কয়েক হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। এছাড়াও সড়কটিতে রয়েছে বেশ কয়েকটি পুরনো ও ঝুঁকিপূর্ণ কালভার্ট।

মানববন্ধনে বক্তব্য দেন, ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মান্নান লাবু, প্রভাষক এনামুল হক এনাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুশফিকুর রহমান বাবু, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুটুল ও শফিকুল ইসলাম রানাসহ আরো অনেকে। বক্তারা রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon