রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইছাখালী এলাকায় ওয়েল কেয়ার গ্রীন সিটি প্রকল্পে পূর্বাচল জলসিড়ি দখল অপচেষ্টা প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে,
বুধবার দুপুরে রূপগঞ্জের ইছাখালী এলাকার ওয়েলফেয়ার গ্রীন সিটি প্রকল্পের প্লট মালিকগণ এই সংবাদ সম্মেলন করেন
এ সময় উপস্থিত সাংবাদিক সম্মেলনে ওয়েল কেয়ার গ্রীন সিটি প্রকল্পের প্লট মালিকদের পক্ষে বক্তব্য রাখেন
জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশের চেয়ারম্যান গোলাম রহমান দুর্জয়, প্লট মালিক মতিউর রহমান ও আরিফ হোসেন প্রমুখ, এ সময় তারা বলেন পূর্বাচলের আলোচিত হাউজিং প্রকল্প ওয়েলফেয়ার গ্রীন সিটি সম্প্রতি জলসিড়ি আবাসনের একটি চক্রধারা জোরপূর্বক দখলের চেষ্টা ও বেআইনি হস্তক্ষেপের শিকার হয়েছে। জলসিড়ি প্রকল্পের নামে একটি অসাধু চক্র বাংলাদেশ সেনাবাহিনীর নাম ভাঙিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সুশৃংখল বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত জলসিড়িকে
ঢাল হিসেবে ব্যবহার করে অবৈধভাবে পূর্বাচলে অবস্থিত সাবেক সেনা কর্মকর্তা সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগণের জমি দখল করে আত্মসাৎ এর জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা বাংলাদেশের সেনাবাহিনীর চিরাচরিত্র ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে
ওয়েলফেয়ার গ্রীন সিটি প্রকল্পের ব্লক মালিক জন আরো বলেন ওয়েল কেয়ার গ্রীন সিটি প্রকল্পটি একটি বৈধ এবং অনুমোদিত হাউজিং প্রকল্প, যেখানে হাজার মানুষ জমি কিনে ঘর নির্মাণের স্বপ্ন দেখেছেন এবং প্রকল্পটি দেশের অন্যান্য প্রকল্পের মধ্যে অন্যতম সুনামধন্য এবং পরিবেশগতভাবে সুশৃংখল মনোরম পরিবেশে ঘেরা তাই সকলেই এই প্রকল্পে প্লট কিনে বসবাস করা উদ্দেশ্য যাপন করছে । এখানে রয়েছে সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী অসংখ্য সাংবাদিকসহ প্রবাসী ও সাধারণ জনগণের প্লট। এখানে রয়েছে একাধিক জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের স্থায়ী অফিস ও প্রেসের জমি । প্রায় ৪০০ওর অধিক
প্লট ইতোমধ্যে সাফ কবলা পেয়েছে । এক হাজার প্লট কিস্তি পূরণের শর্তে সাফ কবলার জন্য প্রক্রিয়া দিন রয়েছে ।
ভুক্তভোগী প্লট মালিকগণ বলেন
এই ধরনের দখল চেষ্টা শুধু বিনিয়োগকারীদের নিরাপত্তা নয় দেশের আবাসন খাতের উপরে নেতিবাচক প্রভাব ফেলবে , দেশের আবাসন খাতে সুশৃংখলতা ফিরিয়ে আনতে ন্যায় বিচার নিশ্চিতে শেষ পর্যন্ত আমরা এই অবৈধ দখল সন্ত্রাসের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাব।
মন্তব্য