শুক্রবার, ২৩ মে ২০২৫
 

বিস্কুট খাওয়া নিয়ে কথাকাটির জেরে ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু ;

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৫

 

---

 মোঃ রাকিব উদ্দিন ফয়সাল,রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

 বিস্কুট খাওয়া নিয়ে তর্কের জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ইউনিয়ন যুবলীগ নেতা ভাতিজা শাহীনের করা ইটের আঘাতে  আপন চাচা কালাম (৩৮) চিকিৎসাধীন অবস্থায়  মারা গেছেন। গত সোমবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এমন ঘটনায় আহত হলে চিকিৎসাধীন অবস্থায়  ২১ মে মঙ্গলবার বিকেলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহত মোঃ কালাম উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

 

নিহতের স্ত্রী ফাতেমা বেগম বলেন, গত সোমবার আমার মেঝো মেয়ে আমার স্বামীর ভাতিজা শাহিন মিয়ার বিস্কুট খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে নিহত শাহিন অকথ্য ভাষায় গালাগাল করে। এ বিষয়ে জানতে গেলে শাহিন আমার স্বামী মোঃ কালামের সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শাহিন আমার স্বামী কালামকে ইট দিয়ে মাথায় ও পিঠে আঘাত করে মাথা থেঁতলে দেয়।  পরে পাশ্ববর্তী লোকজনের সহযোগিতায় উনাকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।

 

পাড়াগাঁও জামে মসজিদের সাধারণ সম্পাদক সেলিম ভুইয়া বলেন, শাহিন বিগত সময়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের রাজনীতি করে এলাকায় সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়ে আসছিল। গত সোমবার রাতে সামান্য বিষয় নিয়ে তার চাচা মোঃ কালামকে ইট দিয়ে মাথা থেঁতলে দেয়। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগেও সে আমাদের এলাকার হানিফকে কুপিয়ে গুরুতর জখম করে। দীর্ঘদিন সে হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে। এমন অনেক ঘটনা রয়েছে তার সে এলাকায় মাদক ব্যবসা করে যুব সমাজকে নষ্ট করছে। সে এমন অপকর্ম করেও এলাকায় ফিরে আসে অদৃশ্য ছায়ায় কারণে। পুলিশ ধরে আদালতে প্রেরণ করা  সে সেখান থেকে জামিনে চলে দ্রুত সময়ে এ বিষয়টা খুব দুঃখজনক। অবিলম্বে এই সন্ত্রাসী মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হউক।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) লিয়াকত আলী বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, আসামি গ্রেপ্তার চেষ্টায়  অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon