শুক্রবার, ২৩ মে ২০২৫
 

রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৫

---

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা

 

নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

সভায় রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর সাবেক মহাপরিচালক ও বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক। উদ্বোধন করেন রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা ও রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাসুদ রানা।

 

সভাটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক ও এস এম শরীফ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা মোছলেহ্ উদ্দিন বাচ্চু, মো. জয়নাল আবেদিন, ইফতিকার আহাম্মদ ইতু, সাইফুল ইসলাম পলাশ, সাবেক সভাপতি মোস্তফা খান, বশির উদ্দিন মোল্লা, এম. নুর উদ্দিন, মাহবুবুল আলম লিটন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান খোকন, আমীরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. মোজ্জামেল হকসহ ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“নানা কারণে এবং সময়ের প্রেক্ষাপটে আমাদের সমাজের অনেক প্রতিষ্ঠানই দুর্বল হয়ে পড়েছে। সাংবাদিকদের মধ্যে যদি ঐক্য বজায় থাকে, প্রেসক্লাব গুলো শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।” সাংবাদিকদের দেশ ও জাতীর কল্যাণে পেশাগত দায়িত্ব পালনে আন্তরিকতা ও পারস্পরিক সমঝোতার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon