জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে ডাকাতদের হাতে তারা মিয়া (৬৫) নামের এক খামারিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এসময় তার নাতিকে বেঁধে রেখে তিনটি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দলটি। মঙ্গলবার (২০ মে) গভীর রাতে উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর এলাকায় কাউলিয়া চরে এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কদ্দুস মিয়ার ছেলে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, চাষাবাদ ও গবাদিপশু পালনের উদ্দেশ্যে তারা মিয়া তার নাতি খলিলকে সঙ্গে নিয়ে মুরাদপুরের কাউলিয়া চরে অস্থায়ী ঘর তুলে বসবাস করছিলেন। মঙ্গলবার রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের ঘরে হানা দেয়।
ডাকাতরা প্রথমে নাতি খলিলকে মারধর করে একটি বস্তার মধ্যে আটকে রাখে। এরপর তারা মিয়ার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে খামার থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের তিনটি গরু লুট করে নৌকায় করে পালিয়ে যায়।
ওসি আরও বলেন, ‘যেখানে ডাকাতি হয়েছে, সেটা একেবারে নির্জন চর এলাকা। ডাকাতদের শনাক্ত করা কঠিন। তবে আমরা তদন্ত শুরু করেছি এবং নিহতের মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’
মন্তব্য