বুধবার, ২১ মে ২০২৫
 

রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

 

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যুবলীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) রাতে রাজবাড়ী সদর থানা ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার ইবাদুল্লা মিস্ত্রীপাড়া এলাকার মোহাম্মদ আলী শেখের ছেলে ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমান (৪২) এবং রাজবাড়ী সদর উপজেলার বড় নুরপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মোল্লার ছেলে ও শহীদওহাবপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. ইলিয়াস মোল্লা ওরফে মিঠু (৫০)।

 

জানা গেছে, গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার সময় রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ জনগণ একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদের উপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ অনেকেই গুলিবিদ্ধ ও আহত হন।

 

ঘটনার পর, গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর (বেপারীপাড়া) গ্রামের মো. তারেখ খানের ছেলে মো. জিসান হোসাইন খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। এতে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।

 

এই মামলার ভিত্তিতে সদর থানার এসআই এনায়েত শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে বড় নুরপুর এলাকায় অভিযান চালিয়ে মো. ইলিয়াস মোল্লা ওরফে মিঠুকে গ্রেপ্তার করেন।

---

অন্যদিকে, গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপরও হামলা চালানো হয়। এ ঘটনায় শরীফুল ইসলাম নামে এক ছাত্র ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে সোমবার রাতেই গোয়ালন্দ পৌরসভার ১ নং জুড়ান মোল্লার পাড়ার তোরাই মোড় থেকে মো. আতিয়ার রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon