বৃহস্পতিবার, ১ মে ২০২৫
 

পদ্মা নদী থেকে মাথাবিহীন লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা, আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫

 ---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বরাট এলাকার পদ্মা নদীর একটি শাখা ক্যানাল থেকে মাথাবিহীন লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত ব্যক্তি জিহাদ সরদার (২৬) বলে শনাক্ত করেছেন তাঁর বাবা সহিদ সরদার।


স্থানীয়রা গত রোববার (২৭ এপ্রিল) দুপুরে ক্যানালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।


এ ঘটনায় পরদিন (২৮ এপ্রিল) নিহতের বাবা সহিদ সরকার বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়—স্থানীয় হৃদয় (২৪), নিহতের চাচাতো ভাই সোহাগ সরদার (২৭), এবং একজন নারী সুমানা পারভীন সেতু (২৪)।


মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে বিশেষ অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় সুমানা পারভীন সেতুকে চর বালিয়াডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


এর আগে পুলিশ সোহাগ সরদারকেও গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং বাকি আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম পুলিশ।


 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon