বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
 

রাউজানে কলেজছাত্রীকে যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগে যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫

 

---

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় কলেজছাত্রীকে যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগে মোঃ হারুনুর রশিদ (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর বাবা মোঃ ওসমান গনি (৫৩) বাদী হয়ে গত ২৮ এপ্রিল ২০২৫ ইং তারিখে রাউজান থানায় লিখিত অভিযোগ করেন।


অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বাদী মোঃ ওসমান গনির মেয়ে সালমান নুর লুবা (১৯), রাউজান সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। কলেজে যাওয়া-আসার পথে অভিযুক্ত হারুনুর রশিদ প্রেমের প্রস্তাব দিয়ে তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন। ছাত্রী তার প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত নানা কুরুচিপূর্ণ কথা বলে মেয়েটিকে হেনস্তা করে আসছিলেন।


অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন ২৮ এপ্রিল ২০২৫ তারিখ, দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে গহিরা কামিল মাদ্রাসার কোচিং সেন্টার থেকে বের হয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে উঠার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা হারুনুর রশিদ হঠাৎ মেয়েটিকে ঝাঁপটে ধরে। এরপর যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ছাত্রীটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। ছাত্রী বাধা দিলে অভিযুক্ত এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে তাকে রাস্তায় ফেলে দেয়। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।


পরবর্তীতে আহত অবস্থায় সালমান নুর লুবাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। মেয়েটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও জখমের চিহ্ন পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।


বিষয়ে জানতে চাইলে মাইজপাড়া যুবসমাজের সভাপতি  দেলোয়ার হোসেন বলেমলন

 ঘটনা সত্য,


এবিষয়ে থানায় মেয়ের পরিবার অভিযোগ দায়ের করেছেন এবং আমরাও আমাদের সংঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।


এ ঘটনায় স্থানীয় সাক্ষী মোঃ আব্দুল (৪৭) ও শাহেদা বেগম (৬০) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।


শুধু তা নয় মারধরের ভিডিও পাশের দোকানের সিসি ক্যামেরায় রেকর্ড হলে সেখান থেকে ওই ফুটেজ ডিলেট করানো হয় বলে জানা যায়।


ভুক্তভোগীর পরিবার, স্থানীয় ছাত্র সমাজ ও এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা রাউজান থানা প্রশাসন, জনপ্রতিনিধি এবং ছাত্রসমাজের কাছে দ্রুত বিচার এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ভুক্তভোগী ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।


এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ওসি বলেন অভিযোগপত্র হাতে পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon