সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৭টি যানবাহনের বিরুদ্ধে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৫ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস এবং সার্বিক সহযোগিতা করেন ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন। অভিযানে কর্ণফুলী থানার পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
মন্তব্য