বৃহস্পতিবার, ১ মে ২০২৫
 

ভোলার কারাগারে কুমিল্লার মাদক ব্যবসায়ির মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫

---


ভোলা জেলা সংবাদদাতা


ভোলা জেলা কারাগারে মো. শফিউল আলম শফি (৪৯) নামের এক কয়েদি মারা গেছেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি ছিলেন। 


আজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় সফিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হলে  চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


চিকিৎসক বলেন, সকাল ১১টা ২০ মিনিটের দিকে কারাগার থেকে ওই আসামিকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে তাঁকে হাসপাতালে আনার আগে তিনি মারা গেছেন।


জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালের দিকে ভোলা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট বাজার এলাকা থেকে মো. শফিউল আলম শফিসহ দুজনকে গাঁজাসহ আটক করে। আটক অপর ব্যক্তি হলেন বদিউল আলম বদিশা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই দিন সন্ধ্যার দিকে তাঁদের ভোলা জেলা কারাগারে নেওয়া হয়।


ভোলা জেলা কারাগারের সুপার মো. শওকত হোসেন জানান, সকালের দিকে শফিউল আলম শফি নামের কয়েদি বুকে ব্যথা অনুভব করলে তাঁকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। মৃত কয়েদি শফি কুমিল্লার লক্ষ্মীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল আজিজের ছেলে। তাঁকে মাদক মামলায় গতকাল কারাগারে নিয়ে আসা হয়েছিল।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon