এ জেড সুজন,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরের দিনে রাতে ছুরি ছিনতাই আতঙ্কে এলাকাবাসী অসহায় প্রশাসন। অবস্থা দেখে মনে হয় প্রশাসনের কিছুই করার নেই।
সোম+মঙ্গলবার (২৮/২৯ এপ্রিল) রাতে ও দিনে মোট ৬ টা চুরি ও ছিনতায়ের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত চুরি ছিনতাইয়ের উদঘাটন করতে পারিনি থানা পুলিশ।
সূত্রে জানা যায়, উপজেলার
দুয়ারিয়া ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের মোঃ জরিপ (৪০) পিতা মক্কাস আলী বাড়িতে ঘরের বেড়ার টিন কেটে চুরির চেষ্টা ও দুর্গাপুর গ্রামের আব্দুস সামাদ প্রামাণিকের ছেলে সোহেল রানা (২৪) এর নিজ ব্যবহৃত একটি স্মার্টফোন ও গোলাম মোস্তফা (৫০) পিতা তমেজ উদ্দিন এর বাড়িতে জানালা ভেঙ্গে চুরির চেষ্টা ।
একই গ্রামের মিলন প্রামানিক (৩৫) পিতা গৌড়ুর চন্দ্র প্রামানিকের বাড়িতে দরজা ভেঙে ড্রেসিং টেবিলের থাকা ১টি স্বর্ণের চেইন ১ জোড়া রুপার নুপুর ও নগদ ৪০০০হাজার টাকা, মহেশ্বর বাজার উত্তর পাশে মুসলিম মিয়া(৫০)এর বাড়িতে একটি স্মার্ট ফোন ।
২৮ এপ্রিল সোমবার রাত্রি আনুমান ২ টা ৩০ মিনিটের দিকে এই চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার তোফাকাটা এলাকায় থেকে দিনের আলোয় ব্যাটারি চালিত একটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত ইজিবাইক চালক অজ্ঞাত বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের একটি গোপন সূত্রে জানাযায় গত ২২ দিন হলো লালপুর থানাতে ওসি বিহিন ওসি তদন্ত দিয়ে চলছে থানা।
এ বিষয়ে ওসি (তদন্ত ) মমিনুজ্জামান বলেন,পুলিশ যথেষ্ট পরিমাণ চুরি ও ছিনতাই নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে।
এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসে নাই আসলে তদন্ত সাপেক্ষে প্রয়োজন এর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য