বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
 

কাজিপুরে নকল ট্রেডমার্কে শিশু খাদ্য উৎপাদন: ৫০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫

 

---

জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি :


সিরাজগঞ্জের কাজিপুরে অনুমোদনহীনভাবে ট্রেডমার্ক নকল করে শিশু খাদ্য উৎপাদনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।


মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার গান্ধাইল এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩০ হাজার পিস নকল শিশু খাদ্য ধ্বংস এবং কারখানাটি মেশিনসহ সিলগালা করা হয়।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল রানা জানান, চর তেকানি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের আ. বারীর ছেলে লিটন মিয়া (২৯) ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে কোমল পানীয় ‘রোবো’, ‘হাইস্পিড’, নকল চাটনি এবং ‘ড্রিংকো কোকোনাট জেলি’ তৈরি করছিলেন। তার কোনো বিএসটিআই অনুমোদন ছিল না।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon